By HindusthanSamachar | Publish Date: Feb 8 2019 6:51PM
নয়ডা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : নয়ডার মেট্রো হসপিটালস এন্ড হার্ট রিসার্চ ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার তদন্ত শুরু করলেন গৌতম বুদ্ধ নগরের সিটি ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার ঘটনায় বহুতল ওই হাসপাতালে আটকে পড়া প্রায় ৪০ জন রোগীকে নিকটবর্তী কৈলাস হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। সিটি ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার মিশ্র বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক করে ঘটনার তদন্ত শুরু করেছেন।
এ দিন দুপুর ১২টা নাগাদ মেট্রো হাসপাতালে চলছিল অস্ত্রোপচার। সেই সময় আগুন লাগে। সেই সময় আগুন লাগে। কর্মীরা প্রথমে তিনতলায় আগুন এবং ধোঁয়া দেখতে পান। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারতলাতেও। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিটি ম্যাজিস্ট্রেট এদিন জানান, "বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই ঘটনার কোনও রিপোর্ট থানায় জমা করেনি ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই এবিষয়ে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক বি এন সিং।" সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট পেলেই আগামী ১৪ দিনের মধ্যে তা জেলাশাসকের কাছে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন সিটি ম্যাজিস্ট্রেট। পাঁচ মাস ধরে অগ্নিসুরক্ষা সংক্রান্ত বৈধ লাইসেন্স ছাড়াই নয়ডার ওই হাসপাতাল চালানো হচ্ছিল বলে জানিয়েছে দমকল দফতর। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান তদন্তকারী দলের।
হিন্দুস্থান সমাচার/ শ্রেয়সী/ সঞ্জয়