By HindusthanSamachar | Publish Date: Feb 9 2019 2:04PM
শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : বনধের জেরে ট্রেন চলাচল বন্ধ কাশ্মীর উপত্যকায়। এই নিয়ে টানা তিন দিন ধরে রেল পরিষেবা বন্ধের জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছে নিত্যযাত্রীরা।
প্রবল তুষারপাত এবং খারাপ আবহাওয়ার জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ ছিল ট্রেন চলাচল। শনিবার সংসদ ভবন হামলার মূলচক্রী মহম্মদ আফজাল গুরুর মৃতবার্ষিকী উপলক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়েছে। তার জেরে উপত্যকায় ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল দফতর। রেলের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল পরিষেবা বন্ধের জেরে শ্রীনগর-বাদগাম এবং উত্তর কাশ্মীরের বারামুলায় মধ্যে কোনও রকম ট্রেন চলাচল করবে না। পাশাপাশি শ্রীনগর-অনন্তনাগ থেকে দক্ষিণ কাশ্মীরের কাজিগন্ড এবং জম্মুর বানিহালের মধ্যে ট্রেল চলাচল বন্ধ থাকবে। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সবুজ সংকেত পেলে তবেই পুনরায় উপত্যকায় রেল পরিষেবা চালু করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কাশ্মীরে পরিবহণের অন্যান্য মাধ্যমের তুলনায় রেল পরিষেবা অনেক বেশি সস্তা। ফলে সাধারণের মধ্যে এর জনপ্রিয়তাও অনেকাংশে বেশি। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর/