Hindusthan Samachar
Banner 2 गुरुवार, अप्रैल 25, 2019 | समय 10:02 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

উদ্ধার হল আরও একজন পুলিশ কর্মীর দেহ, জওহর সুড়ঙ্গের কাছে তুষারধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৮

By HindusthanSamachar | Publish Date: Feb 9 2019 2:35PM
উদ্ধার হল আরও একজন পুলিশ কর্মীর দেহ, জওহর সুড়ঙ্গের কাছে তুষারধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৮
শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল আরও একজন পুলিশ কর্মীর দেহ| জম্মু-শ্রীনগর হাইওয়েতে জওহর সুড়ঙ্গের কাছে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮| গত বৃহস্পতিবার জওহর সুড়ঙ্গের কাছে পুলিশ পোস্টে আছড়ে পড়ে প্রচুর পরিমানে বরফ| তুষারধসের পর থেকেই নিখোঁজ ছিলেন ৮ জন পুলিশ কর্মী-সহ ১০ জন| শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছিল উদ্ধারকারী দল| পাশাপাশি মৃত্যু হয়েছিল ৭ জনের| শনিবার সকালে বরফের নিচ থেকে উদ্ধার হল আরও একজন পুলিশ কর্মীর দেহ| সবমিলিয়ে জওহর সুড়ঙ্গের কাছে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮ জন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে বরফের নিচ থেকে উদ্ধার করা হয়েছে একজন পুলিশ কর্মীর দেহ| মৃতের নাম হল, পারভেজ আহমেদ| তিনি সিলকেশন গ্রেড কনস্টেবল ছিলেন| পারভেজ আহমেদের দেহ উদ্ধার হওয়ার পর তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮| এখনও পর্যন্ত চলতি মরসুমে জম্মু ও কাশ্মীরে তুষারধসের ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের| জওহর সুড়ঙ্গের কাছে তুষারধসের ঘটনা ছাড়াও জম্মু-শ্রীনগর হাইওয়ের রামসু-রামবান সেক্টরে ভূমিধসে মৃতু্য হয়েছে দু’জনের| এছাড়াও শুক্রবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পৃথক দু’টি তুষারধসের ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের| এখানেই শেষ নয়, শনিবার সকালে সোপোরে টাউনের উপকণ্ঠে শরীরের উপর বরফ পড়ায় মৃত্যু হয়েছে ৭ বছর বয়সি একটি শিশুর| হিন্দুস্থান সমাচার/ রাকেশ
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image