By HindusthanSamachar | Publish Date: Feb 9 2019 2:40PM
আগরতলা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, তিনি রাজ্যে একের পর এক বেশ কয়েকটি কর্মসূচি রূপায়ণ করবেন। রাজ্যে এসে সর্বপ্রথমে প্রধানমন্ত্রী বিমানবন্দরের টার্মিনাল ভবনে নবনির্মিত মহারাজা বীরবিক্রমের মর্মরমূর্তির আবরণ উন্মোচন করবেন। তার পর প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় যোগ দেবেন। সেখানে গিয়ে তিনি বোতাম টিপে প্রথমে গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করবেন। তার পর প্রধানমন্ত্রী বোতাম টিপে নরসিংগড়ে ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এর পর প্রধানমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের লেখা ''আধুনিক ত্রিপুরার শিল্পকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর'' নামক বই প্রকাশিত হবে বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে শনিবার সকাল থেকেই গোটা রাজ্যে নিরাপত্তা বাহিনীর দখলে চলে যায়। সারা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দর, স্বামী বিবেকানন্দ ময়দান, শহর আগরতলা এবং শহরতলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তেও বিএসএফের কড়া নজরদাড়ি চলছে। তাছাড়া সমতলের সাথে সাথে পাহাড়েও সাদা পোশাকের পুলিশের বাড়তি নজরদারি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / নবেন্দু / এসকেডি / কাকলি