By HindusthanSamachar | Publish Date: Feb 9 2019 2:44PM
হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : উন্নয়ন জনগণ কেন্দ্রিক হওয়া দরকার। পাশাপাশি তা পরিবেশ বান্ধব হওয়াটাও জরুরি। শনিবার হায়দরাবাদে এক আলোচনা সভায় এমনই জানালেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। এদিন রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ডেভেলপমেন্ট ডিসকোর্স শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, ''উন্নয়নের ধারণা সম্পর্কে আলোচনা হওয়াটা একান্ত প্রয়োজন। প্রথাগত ভাবে জিডিপি, ক্রয় ক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন, আয়ের মাত্রা, দারিদ্র দূরীকরণ, সামাজিক উন্নয়ন, মুক্ত বাজার এবং পশ্চিমীকরণের উপর উন্নয়নের ধারণা নির্ভর করে থাকে। কিন্তু, একবিংশ শতাব্দী উন্নয়নের নতুন পরিচয় হওয়াটা প্রয়োজন।''
উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আরও জানিয়েছেন, ''প্রকৃত উন্নয়ন কি হবে, তা সংজ্ঞায়িত করার দায়িত্ব অর্থনীতিবিদদের। ব্যক্তিগত ভাবে আমি মনে করি উন্নয়ন জনগণ কেন্দ্রিক এবং পরিবেশ বান্ধব হওয়া প্রয়োজন। ২০১৫ সালে চিরস্থায়ী উন্নয়নের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তাকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন। আর্থিক বৃদ্ধি এবং জনগণের সমৃদ্ধির মান আরও উন্নত করার লক্ষ্য দ্রুতগতিতে কাজ করে যাওয়াটা প্রয়োজন ভারতের।'' হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর/ রাকেশ