By HindusthanSamachar | Publish Date: Feb 9 2019 8:43PMহাফলং (অসম), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে সোমবার ১২ ঘণ্টার ডিমা হাসাও বনধের ডাক দিয়েছে হিল ট্রাইবস্ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, কারবি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন, মার স্টুডেন্টস্ অ্যাসোয়িশেনের সম্মিলিত মঞ্চ হিলস ট্রাইবস্ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন।
তাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিল করা এবং বিএলটির সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তিপত্রে ৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে বড়ো জনগোষ্ঠীকে ডিমা হাসাও ও কারবি আংলং জেলায় পার্বত্য উপজাতি (এসটিহিলস) স্বীকৃতি দেওয়ার যে চিন্তা ভাবনা সরকার করছে তা বাতিল করতে হবে। এছাড়া উপজাতি সংশোধনী বিল বাতিলের দাবির ভিত্তিতে সোমবার ১২ ঘণ্টার বনধ আহ্বান করেছে হিলস ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জানানো হয়েছে এক বিবৃতিতে।
হিন্দুস্থান সমাচার / নিরুপম / এসকেডি / কাকলি