By HindusthanSamachar | Publish Date: Feb 10 2019 4:46PM
কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) :বাঙালি জাতির অন্যতম নস্টালজিয়া ''মহালয়া''| এবছর সরস্বতী পুজোয় সেই ''মহালয়া'' শোনা গেল অভিনেতা যিশু-র কন্ঠে। আজ,মুক্তি পেল পরিচালক সৌমিক সেনের নতুন ছবি ''মহালয়া''-র ট্রেলার।
বাঙালির মহালয়ার আবেগকে উসকে দিতে বারবার সিনেমার টিজার, পোস্টার কিংবা নেপথ্য দৃশ্য সোশালে আপলোড করছেন পরিচালক সৌমিক সেন । তাই আর অপেক্ষা না করেই আজ সরস্বতী পুজোর দিনই মুক্তি পেল ''মহালয়া''-র ট্রেলার।এই সিনেমা বাঙালিকে স্মৃতিমেদুর করবে এটাই আশা পরিচালক সৌমিক সেনের।
শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর শুরুটাই হয় বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ শুনে ৷ এখনও পুজোর আগে নিয়ম মেনে রেডিওতে মহালয়া না শুনলে পুজোর মুডই তৈরি হয় না অনেক বাঙালির| আর, রেডিওয় মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।ছবিতে বীরেন্দ্রকৃষ্ণের বেশে শট দিচ্ছেন শুভাশিস মুখোপাধ্যায়। আবারও কখনও কানে ভেসে আসছে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে সম্প্রচারিত হওয়া মহালয়ার অনুষ্ঠান। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। আর সরকারি আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং প্রসেনজিৎ।
গত বছর দেবীপক্ষের সূচনাতে নতুন সিনেমা ‘মহালয়া’র কথা ঘোষণা করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। তাই এবার সরস্বতী পুজোর সময়ই প্রকাশিত হল সেই সিনেমার ট্রেলার। দীর্ঘ ৮৭ বছর ধরে বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে মহিষাসুরমর্দিনীর ঐতিহ্য ও পরম্পরা।
হিন্দুস্থান সমাচার/পায়েল / কাকলি