By HindusthanSamachar | Publish Date: Feb 10 2019 6:27PM
আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : বিলোনিয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে বেজায় খুশি বিলোনিয়াবাসী। সেই সঙ্গে অনন্দের জোয়ার বইছে কর্মচারী মহলেও।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত রেল চলাচলের উদ্বোধনের পর নিজেদের মধ্যে আনন্দ আর ধরে রাখতে পারছেন না বিলোনিয়ার জনতা। এই আনন্দের সাথে শামিল হয়েছেন অফিস-কাছারিতে যাতায়তকারী সরকারি কর্মচারীরা। বিশেষ করে আগরতলাবাসী যে-সমস্ত কর্মচারী শান্তিরবাজারে কাজ করেন, তাঁদের কাছে এটা অত্যন্ত সুখবর। কারণ অধিক রাত হয়ে গেলে তাঁদের অনেকে শান্তিরবাজার অথবা বিলোনিয়ায় রাত্রি যাপন করেন।
আগরতলায় আসার ক্ষেত্রে অফিস-কাছারি সেরে কর্মচারীদের গাড়ি পেতে অসুবিধে হয়। এখন বিলোনিয়া পর্যন্ত রেল যোগাযোগ হওয়ায় খুবই খুশি কর্মচারী মহল। তাঁদের অনেকে জানিয়েছেন, রেলের সময় নিয়েও তাঁরা খুব খুশি।
জানা গেছে, রবিবার বাদ দিয়ে সপ্তাহে ছয়দিন সকাল এবং সন্ধ্যায় দুটি করে ট্রেন চলাচল করবে ওই রুটে। শান্তিরবাজার থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৯.২৫ মিনিটে এবং রাত পৌনে ৯-টায়। অন্যদিকে শান্তিরবাজারের উদ্দেশে আগরতলা থেকে ট্রেন ছাড়বে সকাল সাড়ে ছয়টায় ও সন্ধ্যা পৌনে ছয়টায়।
হিন্দুস্থান সমাচার / নবেন্দু / এসকেডি / কাকলি