Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 10:05 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

রবিবারের কলকাতা বইমেলা যেন আরও বর্ণময়

By HindusthanSamachar | Publish Date: Feb 10 2019 7:30PM
রবিবারের কলকাতা বইমেলা যেন আরও বর্ণময়
কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : রবিবার জমে উঠেছে বইমেলা। সুন্দর আবহাওয়া আর ছুটির দিন হওয়ায় গত ৩০শে মেলা শুরুর পর থেকে আজ ভিড় ছিল সবচেয়ে বেশি। বিকেলের পর থেকে যেন ঢল নেমেছে। অন্যান্য দিন মেলা চলে রাত আটটা পর্যন্ত। আজ এবং আগামীকাল, অর্থাৎ শেষ দু’দিন মেলা শেষ হচ্ছে রাত ন’টায়। নামী বইয়ের প্রকাশকদের স্টলগুলোর ভিতর-বাইরে বেশি ভিড়। নানা বয়সের পুরুষ-নারী। এদের অনেকেই বইয়ের পোকা। যেমন রেলের ট্রাফিক বিভাগের কর্মী সীতাংশু ভাদুড়ি। পড়ার পাশাপাশি তাঁর ধ্যানজ্ঞান মৃত মানুষের চক্ষু সংগ্রহ করা। গর্ব সহকারে জানালেন, “জানেন পশ্চিমবঙ্গে আমাদের শ্রীরামপুর আইব্যাঙ্ক সবচেয়ে বেশি কর্ণিয়া সংগ্রহ করেছে। ৩০২ জন মানুষের, মানে ৬০৪টি কর্ণিয়া।” মেলায় বইয়ের আলোচনার ফাঁকে সুযোগ পেলেই বলছেন চক্ষু সংগ্রহের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। মানবীচর্চায় এম ফিল গবেষক শ্রীপর্ণা ভাদুড়ি ব্যস্ত লিটল ম্যাগাজিন স্টলে। তাঁরা কয়েকজন মিলে ৭২ নম্বর টেবিল নিয়েছে ‘চিত্রাঙ্গদা‘-র ব্যানারে। প্রদর্শিত হচ্ছে তাঁদের সঙ্কলন। আার পিংলা কলেজের অধ্যাপিকা সর্বশ্রী বন্দ্যোপাধ্যায় এসেছেন মেয়ে মেধাশ্রীকে নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়ছে সে। সর্বশ্রী পিএইচডি করেছেন বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাঙালি স্বতন্ত্র নারীর উপস্থাপনা নিয়ে। মেলায় কলকাতা প্রেস ক্লাবের স্টলের প্রদর্শীতে মনের খোরাক পেয়ে তিনি খুশি। মুঠিফোনে ধরে রাখলেন বেশ কিছু পোস্টারের ছবি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে মেলায় যৌথ উদ্যোগে প্রেস ক্লাবের স্টলে এই প্রদর্শনীর মূল বিষয় বাংলা সাময়িকীর উদ্ভব ও বিবর্তন। অধ্যাপক তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জন বেরাও ক্লাবের স্টলে এসে বেশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে চর্চা করে গেলেন। সবাই যে বই কিনতে এসেছেন, তা নয়। অনেক নবীন যুগল মনে করেন সময় কাটানোর ভাল জায়গা বইমেলা। আজ সরস্বতী পুজো হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এ রকম যুগলের সংখ্যা বেড়েছে। মেলায় খাবারের স্টলগুলিতে ভিড়। কোথাও কোথাও বেলুন বিলি হচ্ছে বাচ্চাদের। সবচেয়ে নজর কাড়ে নিজস্বী-শিকারীদের তৎপরতা। নানা পরিবেশে, নানা ভঙ্গিতে মুঠিফোনে এ রকম অনেক নিজস্বী ভেসে যাবে ফেসবুকে। হিন্দুস্থান সমাচার/ অশোক/ শ্রেয়সী / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image