By HindusthanSamachar | Publish Date: Feb 10 2019 9:10PMবারুইপুর, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে গুজব ছড়ানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলেধরা ও চোর সন্দেহে জেলার একাধিক জায়গায় সাধারন মানুষের উপর হামলা হচ্ছে। গন পিটুনিতে রবিবার মৃত্যুর ঘটনাও ঘটেছে মগরাহাটে। রবিবার বিকেলে বারুইপুর থানা এলাকার একাধিক জায়গাতে ও একই গুজবে সাধারন মানুষের উপর হামলার ঘটনা ঘটেছে। একাধিক মানুষ এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পুলিশের। এ বিষয়ে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশের সুপার অজয় প্রসাদ। এ বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এলাকার মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে আবেদন জানিয়েছেন পুলিশ সুপার অজয় প্রসাদ।
হিন্দুস্থান সমাচার/ প্রসেনজিত / শ্রেয়সী