By HindusthanSamachar | Publish Date: Feb 11 2019 4:10PM
বসিরহাট, ১১ ফেব্রুয়ারি (হি.স) : খাবারের লোভ দেখিয়ে আট বছরের একটি শিশুকে শ্মশানের ফাকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে রঞ্জন সরদার নামে বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় রবিবার রাত থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সন্দেশখালির মেটেখালি গ্রামে। রবিবার রাতে ওই যুবককে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ন্যাজাট থানার মেটেখালি গ্রামের বাসিন্দা রঞ্জন সরদার । তাদেরই প্রতিবেশীর আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জানা যায়, ঘটনার সময় কেউ বাড়ি না বাড়িতে একাই ছিল ওই শিশুটি। বাড়িতে একা পেয়ে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবক। গ্রামের পাশে শ্মশানের ফাকা জায়গায় শিশুটিকে নিয়ে যায় সে। সেখানেই পাশবিক অত্যাচার করে ওই শিশুটির উপর। ইতিমধ্যে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। সেই পরিস্থিতিতে মেয়েকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে দেখে সন্দেহ পরিবারের লোকেদের। মেয়ের মুখে ঘটনার বিষয়ে জানার পরে রবিবার রাতে ন্যাজাট থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। ধৃতকে সোমবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
হিন্দুস্থান সমাচার /পরিমল দে ।