Hindusthan Samachar
Banner 2 रविवार, मार्च 24, 2019 | समय 00:21 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

শহতলিতে ফের মাথাচাড়া দিল মাওবাদীরা, খড়দহে বিজেপি-আরএসএস-এর সমালোচনা করে পোস্টার

By HindusthanSamachar | Publish Date: Mar 11 2019 12:53PM
শহতলিতে ফের মাথাচাড়া দিল মাওবাদীরা, খড়দহে বিজেপি-আরএসএস-এর সমালোচনা করে পোস্টার
কলকাতা, ১১ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই ফের মাথাচাড়া দিল মাওবাদীরা| সোমবার সকালে উত্তর শহরতলির ঘোলা এলাকায় সিপিআই (মাওবাদী)-এর লেখা কিছু পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা| খড়দহ থানার অন্তর্গত ঘোলা বাসস্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডে ওই পোস্টারগুলি দেখতে পাওয়া যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় খড়দহ থানায়| সিপিআই (মাওবাদী)-এর পোস্টারে উল্লেখ, ‘রাষ্ট্রীয় নিপীড়নে শহিদ কমরেড সুদীপ চোংদার-সহ সমস্ত শহিদ রহে| উগ্র-দেশপ্রেমের জিগির তুলে যুদ্ধবাজ আরএসএস-বিজেপি-র ফ্যাসিবাদি চক্রান্তের বিরুদ্ধে তীব্র বিপ্লবী শ্রেণী সংগ্রাম গড়ে তুলুন|’ প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই মাওবাদী রাজ্য সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক সুদীপ চোংদার ওরফে আকাশের জেল বন্দী অবস্থায় মৃত্যু হয়| পুলিশ কর্তাদের অনুমান, মাওবাদীরা শহরে ইউনিট তৈরি করেছে| সেই ইউনিট এখন সক্রিয় হয়ে উঠেছে| প্রায় তিন মাস আগে সোদপুর স্টেশনেও এ রকম বেশ কিছু পোস্টার পাওয়া গিয়েছিল| হিন্দুস্থান সমাচার/ রাকেশ
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image