Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, मार्च 22, 2019 | समय 14:29 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

লোয়াইপোয়া আইসি‌ডিএস-এ লাগামছাড়া দুর্নীতি‌, জেলাশাসককে স্মারকপত্র

By HindusthanSamachar | Publish Date: Mar 11 2019 3:02PM
লোয়াইপোয়া আইসি‌ডিএস-এ লাগামছাড়া দুর্নীতি‌, জেলাশাসককে স্মারকপত্র
পাথারকান্দি (অসম), ১১ মার্চ (হি.স.) : পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া সুসংহত শিশু বিকাশ প্রক‌ল্প (আইসি‌ডিএস)-এর অধীনস্থ বি‌ভিন্ন কে‌ন্দ্রে লাগামছাড়া দুর্নী‌তি সংগঠিত হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এরই ভিত্তিতে সংগঠিত দুর্নীতির উপযুক্ত তদন্তের দাবিতে করিমগঞ্জের জেলাশাসক ফণীভূষণ রায়ের হাতে স্মারকপত্র তুলে দিয়েছেন গ্রামের জনসাধারণ। তাঁদর অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের অধীনস্থ অঙ্গনওয়া‌ড়ির একাংশ দর্নী‌তিপরায়ণ কর্মী ও সহা‌য়িকা দিনের পর দিন, মা‌সের পর মাস অফিস কামাই করে বিনা কাজে সরকারি বেতনের টাকা নিচ্ছেন। আর এ সব বিষয়ে তা‌দের‌ নিরাপত্তা দি‌চ্ছেন বিভাগীয় কতিপয় ঊর্ধ্বতন আধিকারিক। এর ফলে বি‌ভিন্ন কে‌ন্দ্রে সংগঠিত হ‌চ্ছে সরকা‌রি টাকার হ‌রির লুট। পাশাপাশি ক‌চিকাঁচা‌দের না‌মে বরাদ্দকৃত শিশুখাদ্যও আত্মসাৎ করা হচ্ছে বলে উঠেছে অভিযোগ। তাঁরা বলেছেন, এ-সব অভি‌যোগ দীর্ঘদিনের। কিন্তু মুখ খোলার সাহস দেখা‌চ্ছি‌লেন না অনে‌কে। সম্প্‌বতি ইচা‌বিল এলাকার এক অঙ্গনওয়া‌ড়ি কে‌ন্দ্রে চরম দুর্নীতি ধরা পড়‌লে সোচ্চার হয়ে ওঠে স‌চেতন মহল এবং এলাকার শিক্ষা‌প্রেমীরা। তাঁদের অভি‌যো‌গ, লোয়াইরপোয়া আইসিডিএস-এর ১০৩ নম্বর পুটিয়াখান অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গত তিন বছর ধ‌রে বন্ধ। ‌বিষয় সম্পর্কে স্থা‌নীয় জনতা বার-ক‌য়েক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার রিপ্তা নাথ এবং সভাপতি জালাল উদ্দিনের নজরে নিয়েছেন। এর বেহাল দশা নি‌য়ে আইসিডিএস প্রজেক্টের জেলা আধিকারিকের কাছে লি‌খিত নালিশও জানানো হয়েছে। কিন্তু নিটফল শূন্য। ত‌বে বিষয়টি আঁচ ক‌রে গত কয়েয়কদিন আগে গোপ‌নে ওই কেন্দ্রে উপ‌স্থিত হ‌য়ে সহা‌য়িকা শিশু‌দের ম‌ধ্যে কিছু খাদ্য সামগ্রী বণ্টন ক‌রে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক ক‌রার প্রয়াস কর‌লে এর জোরদার প্র‌তিবাদ জানান স্থানীয় অভিবাবকরা। স্থানীয়‌দের কথায়, গত তিন বছ‌র ধ‌রে সংশ্লিষ্ট কে‌ন্দ্রের না‌মে শিশুখাদ্য-সহ ক‌চিকাঁচা‌দের জন্য বরাদ্দকৃত শিক্ষা শিক্ষণ সংক্রান্ত সরকা‌রি অনুদানগু‌লোর পু‌রো তথ্য না জানা‌লে কেন্দ্র‌কে তাঁরা সচল কর‌তে দে‌বেন না। এ ঘটনায় বেগ‌তিক দে‌খে গা ঢাকা দেন সহা‌য়িকা। শে‌ষে সৃষ্ট সমস্যা নিরস‌নে এ ব্যাপারে লোয়াইপোয়া আসিডিএস প্রকল্পের আওতাধিন ইচাবিল চা বাগানের ১০৩ নম্বর পুটিয়াখাল অঙ্গলওয়াড়ি কেন্দ্র এলাকার লক্ষণ রবিদাস, শ্যাম কু‌র্মি, লক্ষ্মীকান্ত কু‌র্মি, গৌতম কোঁওর, শিবশঙ্কর গোয়ালা, উত্তম পাসি, অনিরুদ্ধ রবিদাস প্রমুখ অভিভাবক-সহ গ্রামবাসীরা স‌ম্মি‌লিতভা‌বে স্বাক্ষর করে এক স্মারকপত্র প্রদান করেছেন জেলাশাসক ফণীভূষণ রায়ের কাছে। প্রদত্ত স্মারকপত্রে তাঁরা উল্লেখ করেছেন, গত তিন বছর আগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জ‌নৈকা কর্মী স্বেচ্ছায় ইস্তাফা দি‌য়েছি‌লেন। তাঁর ইস্তফা দেওয়ার পর সহায়িকাকে কেন্দ্রটি চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন প‌রিচালন স‌মি‌তি। কিন্ত রহস্যজনকভাবে ওই সহা‌য়িকা টানা তিন বছর কেন্দ্রে গরহাজির থে‌কে সরকা‌রি মা‌সোয়ারা এবং বরাদ্দকৃত অনুদান লু‌টেপু‌টে খা‌চ্ছেন। এতে তাঁকে প‌রোক্ষে মদত দি‌চ্ছেন কেন্দ্রসমূ‌হের দা‌য়িত্বপ্রাপ্ত সুপারভাইজার রিপ্তা নাথ এবং সভাপতি জালাল উদ্দিন। ‌বিষয়টি খ‌তি‌য়ে দে‌খে এসব ঘটনার সঙ্গে জ‌ড়িত অভিযুক্ত‌দের বিরু‌দ্ধে কড়া ব্যবস্থা নি‌তে স্মারকপত্রে দা‌বি তু‌লে‌ছেন এলাকার বাসিন্দারা। প্রদত্ত স্মারকপত্রের প্রতিলিপি জেলা প্র‌জেক্ট অফিসার, সি‌ডি‌পিও সজল দাস, সমাজকল্যাণ মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক কৃষেন্দু পালকেও পাঠানো হ‌য়ে‌ছে। এদি‌কে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আইসি‌ডিএস-এর সি‌ডি‌পিও সজল দাস‌কে প্রশ্ন কর‌লে তি‌নি ব‌লেন, অভি‌যোগগুলো বিভাগীয় কর্তৃপ‌ক্ষের নজ‌রে এসে‌ছে। এ বিষ‌য়ে শীঘ্রই তদ‌ন্তে নামা হ‌বে। এর সঙ্গে জ‌ড়িত‌দের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হিন্দুস্থান সমাচার / অমল / এসকেডি/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image