Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, मार्च 22, 2019 | समय 13:51 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

আজ প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বাম নেতারা

By HindusthanSamachar | Publish Date: Mar 11 2019 3:58PM
আজ প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বাম নেতারা
কলকাতা, ১১ মার্চ (হি স) : ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে আর বেশি সময় নেই। আগামী বুধবার প্রাথমিক প্রার্থী-তালিকা ঘোষণা করতে চায় বামফ্রন্ট। কিন্তু ফ্রন্টের নিজের মতানৈক্যই কাটছে না। এই অবস্থায় আজ সোমবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লকের সম্পাদকমণ্ডলীও আজ বৈঠক বসছে। সিপিএম ও কংগ্রেস— দু’দলের হাতে থাকা ৬টি আসন নিয়ে নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি ৩৬টি আসনের ভাগাভাগি কীভাবে হবে, তা নিয়ে এবার দলের অন্দরে অঙ্ক কষতে বসেছে দু’দল। দু’দলের রাজ্য নেতৃত্বের মধ্যে রবিবার ফোনে প্রাথমিক কিছু কথা হয়েছে। সমঝোতার বরফ গলতে শুরু করায় নতুন করে ভাবতে হচ্ছে বাম শরিকদেরও! এখন পর্যন্ত ঠিক আছে, বৈঠক করে ফ্রন্ট বুধবার অন্তত প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে। মাঝের দু’দিনের মধ্যেই আলোচনায় বসে রফায় পৌঁছনোর চেষ্টা চালাবেন সিপিএম ও কংগ্রেস নেতারা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘কে কত আসন লড়বে, তার সংখ্যা কিছু কম-বেশি হতে পারে। তবে আলোচনার পথ এখন অনেক পরিষ্কার।’’ আরএসপি আগেই বহরমপুর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। সোমবার আরএসপির সর্বভারতীয় নেতা ক্ষিতি গোস্বামী ’হিন্দুস্থান সমাচার’কে বলেন, “১৯৫২ থেকে ১৯৮৪ পর্যন্ত ওই আসনে জিতেছিলেন আমাদের ত্রিদিব চৌধুরি। এর পর তিনি রাজ্যসভায় চলে গেলে ১৯৮৯-এ ননী ভট্টাচার্য এবং ’৯৬-এ প্রমথেশ মুখোপাধ্যায় ওখানে খুব ভাল ফল করেন। এর পর ওই আসনটি চলে যায় কংগ্রেসের অধীর চৌধুরির হাতে। আমরা আলিপুরদুয়ার, বালুরঘাট এবং জয়নগর— আরএসপি-র এই তিনটি শক্ত ঘাঁটি ছাড়াও এ বার বহরমপুরে প্রাথী দিতে চাইছিলাম। কিন্তু জোটের স্বার্থে শেষ পর্যন্ত ওই দাবি থেকে সরে আসছি।" বাম শরিকদের মধ্যে ফরওয়ার্ড ব্লক কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় যেতে নারাজ। সিপিএমের তরফে বিমান বসু, রবীন দেবেরা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে অনুরোধ করেছেন পুরুলিয়া আসনটি ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে। ওই আসনটি কংগ্রেস দাবি করছে। দলের সম্মেলন ও রাজ্য কমিটিতে নেওয়া সিদ্ধান্তের অন্যথা করতে সমস্যায় পড়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। পরিবর্তিত পরিস্থিতিতে আজ তাঁরা বৈঠকে বসবেন। সিপিআইয়ের মেদিনীপুর ও বসিরহাটের মধ্যে কোনও আসন দাবি করতে পারে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে কথা বলে আবার শরিকদের নিয়ে বসবেন বিমানবাবুরা। হিন্দুস্থান সমাচার/ অশোক/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image