Hindusthan Samachar
Banner 2 रविवार, मार्च 24, 2019 | समय 21:29 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

প্রেমে বাঁধা, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুগলের

By HindusthanSamachar | Publish Date: Mar 11 2019 6:33PM
প্রেমে বাঁধা, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুগলের
জীবনতলা, ১১ মার্চ (হি.স.) : একে অন্যের সাথে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়েছিলেন। কিন্তু দুজনের পরিবারের কেউই তাদের সেই ভালোবাসার সম্পর্ক মেনে নিতে চাননি। আর সেই কারণেই সকলের অলক্ষ্যে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুগল। তবে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের দুজনকেই কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার কালুয়াখালী গ্রামে। স্থানীয় সূত্রে খবর, জীবনতলা থানার কালুয়াখালী গ্রামের আনন্দ মণ্ডলের মেয়ে বছর কুড়ির শিউলির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের ভোলা সরদারের বছর সতেরোর নাবালক ছেলের। প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালবেসে ঘর বাঁধতে চাইলেও বাঁধা হয়ে দাঁড়ায় উভয় পরিবারের লোকেরা। প্রথমত ছেলের থেকে মেয়ে বয়সে বড়, দ্বিতীয়ত ছেলে এখনো নাবালক। তাই দুই পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নেয়নি। তারা বারে বারে এই সম্পর্ক ভেঙে ফেলার জন্য উভয়কেই চাপ দিতো। বারে বারে প্রেমে বাঁধা পেয়ে তাই আত্মহত্যার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেই কারণে রবিবার সন্ধ্যায় দুজনের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গায় বিষ খায় ওই যুগল। তাদের গোঙ্গানি শুনে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। স্থানীয়রাই উভয়ের পরিবারের লোকেদের খবর দিলে তারা হাসপাতালে আসেন। যদিও তারা কেউ এই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন নি। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হওয়ায় রবিবার রাতেই তাদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হিন্দুস্থান সমাচার / প্রসেনজিত
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image