Hindusthan Samachar
Banner 2 शनिवार, मार्च 23, 2019 | समय 10:36 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

ফের নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে রুখল বীরভূম জেলা প্রশাসন

By HindusthanSamachar | Publish Date: Mar 13 2019 9:34PM
ফের নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে রুখল বীরভূম জেলা প্রশাসন
সিউড়ি, ১৩ মার্চ (হি.স.) : বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত খোষনাতোর গ্রামে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর বিয়ে হচ্ছিল নদীয়ার শান্তিপুরে এক যুবকের সাথে। এই খবর সিউড়ি থানার পুলিশ ও চাইল্ড লাইনের কাছে পৌঁছাতেই তৎপর হয় তারা। চাইল্ড লাইন সিউড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার সকাল ১১টা নাগাদ উপস্থিত হয় মেয়ের বাড়িতে। বিয়ের মেজাজ বাড়ির লোকের, চলছে রান্না। কিন্তু মেয়ে নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী। পুলিশ গিয়ে বিয়েতে বাধা দেয় এবং তাদেরকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় ১৮ বছর না হলে বিয়ে দেবে না তারা। প্রথম অবস্থায় একথা মানছে না চাইলেও সিউড়ি থানার পুলিশ, চাইল্ড লাইন ও সিউড়ি ২ নম্বর ব্লকের বিডিও ঘন্টাখানেক ধরে বাড়ির লোককে বোঝানোর পরে অবশ্য মেনে নেন তাঁরা। মেয়েটিও জানিয়েছে এখন বিয়ে করবে না সে, পড়াশোনা করবে। আঠারো বছর বয়স হওয়ার পর বিয়ে করবে। বিয়ের মরসুম এলেই বীরভূমের একাধিক জায়গায় বাল্যবিবাহের কথা সোনা যায়। সরকারের এত প্রচার, ''কন্যাশ্রী''-র মত প্রকল্প থাকা সত্ত্বেও কিভাবে সাধারণ মানুষ এমন কাজ করছেন সেটাই প্রশ্ন। হিন্দুস্থান সমাচার/ হেমাভ/ শ্রেয়সী/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image