Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, मार्च 22, 2019 | समय 14:24 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী পৌঁছতেই, বিশাল র‌্যালি করলেন জেলা তৃণমূল নেতৃত্ব

By HindusthanSamachar | Publish Date: Mar 14 2019 4:14PM
শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী পৌঁছতেই, বিশাল র‌্যালি করলেন জেলা তৃণমূল নেতৃত্ব
শিলিগুড়ি, ১৪ মার্চ (‌হি.‌স)‌:‌ বাগডোগরা বিমানবন্দরে তৃণমূল প্রার্থী অমর সিংহ রাই পৌঁছতেই প্রচার শুরু করে দিল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরাও তাঁকে বিমানবন্দরে বরন করে নিলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী অমর সিংহ রাই–এর নাম ঘোষণা করেছেন । কিন্তু বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকায় তিনি নিজ কেন্দ্রে এসে পৌঁছতে পারেনি। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাঁকে অভ্যর্থনা জানাতে প্রচুর সংখ্য তৃণমূল ও মোর্চা নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, গোর্খা জনমুক্তি মোর্চা নেতা তথা জিটিএ–র চেয়ারম্যান বিনয় তামাং, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি বিকাশরঞ্জন সরকার উপস্থিত ছিলেন। তাঁকে হুড খোলা জিপে করে বিমানবন্দর থেকে বের করে বিশাল র‌্যালি বের করা হয়।বাগডোগরা, শিব মন্দির, মাটিগাড়া, দার্জিলিং‌ মোড়ে এসে র‌্যালিটি শেষ হয়। এরপর গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে অমর সিং রাই–কে নিয়ে পৌঁছন দার্জিলিং। প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে জিতেছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবছর তাঁকেই এই আসনে প্রার্থী হিসেবে দাঁড় করানোর চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। এবার দার্জিলিং আসনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সমানে সমানে লড়াই হতে চলেছে তা রাজনৈতিক বিশেষজ্ঞরাও একমত। হিন্দুস্থান সমাচার/ প্রভাস / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image