Hindusthan Samachar
Banner 2 मंगलवार, अप्रैल 23, 2019 | समय 07:29 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

দুরন্ত খেলে সিঙ্গাপুর ওপেনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

By HindusthanSamachar | Publish Date: Apr 11 2019 2:53PM
দুরন্ত খেলে সিঙ্গাপুর ওপেনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু
সিঙ্গাপুর, ১১ এপ্রিল (হি.স.) : দারুণ ছন্দে থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুর ওপেনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু৷ দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীতে স্ট্রেট গেমে হারিয়ে সাড়ে তিন লক্ষ মার্কিন ডলার মূল্যের টুর্নামেন্টের শেষ আটে ওঠেন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় শার্টলার৷ বিশ্বের ছ’ নম্বর সিন্ধু ৩৯ মিনিটের লড়াইয়ে হারান বিশ্বের ২২ নম্বরে ডেনমার্কের খেলোয়াড় মিয়া বিচফেল্টকে৷ সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ২১-১৩, ২১-১৯৷ প্রথম গেমে সহজ জয় পেলেও দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধুকে লড়াই দেওয়ার চেষ্টা করেন ডেনমার্কের খেলোয়াড়৷ কিন্তু সেই চেষ্টা সফল হয়নি৷ দানিশ মহিলার বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বার স্ট্রেট গেমে জয় পেলেন ভারতীয় তারকা৷ এবছরেই স্পেন মাস্টার্সে মিয়াকে স্ট্রেট গেমে হারিয়েছিলেন সিন্ধু৷ এদিন প্রথম গেমে শুরুতেই ৩-০ এগিয়ে ছিলেন হায়দরাবাদি৷ পরেও এগিয়ে থেকে গেম জিতে নেন সিন্ধু৷ দ্বিতীয় গেমে অবশ্য লড়াই দেন মিয়া৷ এক সময় ৮-৮ থেকে ১১-১৫ পিছিয়ে ছিলেন সিন্ধু৷ সেখান থেকে গেম ও ম্যাচ বের করে নেন ভারতীয় এই শাটলার৷ হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image