Hindusthan Samachar
Banner 2 मंगलवार, अप्रैल 23, 2019 | समय 08:07 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

আট বছরের পরিচারিকাকে বেধড়ক মার, বারুইপুরে গ্রেফতার গৃহকত্রী

By HindusthanSamachar | Publish Date: Apr 11 2019 6:29PM
আট বছরের পরিচারিকাকে বেধড়ক মার, বারুইপুরে গ্রেফতার গৃহকত্রী
বারুইপুর, ১১ এপ্রিল (হি. স.) : বছর আটেকের এক শিশুকে দিয়ে পরিচারিকার কাজ করানোর পাশাপাশি তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করার অপরাধে এক মহিলাকে গ্রেফতার করল বারুইপুর মহিলা থানার পুলিশ। ধৃতের নাম আঞ্জুমিনা বিবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের মদারাট এলাকায়। গৃহকত্রীর অত্যাচারের হাত থেকে বাঁচতে ওই শিশুটি বাড়ির পাইপ বেয়ে পালিয়ে গিয়ে স্থানীয় একটি স্কুলে ঢুকে পড়ে। সেখানে শিক্ষকদের বিষয়টি খুলে বললে শিক্ষকরা ওই শিশুটিকে বারুইপুর মহিলা থানার হাতে তুলে দেয়। শিশুটির মুখে সেই অত্যাচারের কথা শুনে অবশেষে বুধবার অভিযুক্ত মহিলা আঞ্জুমিনা বিবিকে গ্রেফতার করে বারুইপুর মহিলা পুলিশ। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে ওই শিশুটিকে দক্ষিণ ২৪ পরগণা জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। আদালতের নির্দেশে শিশুটিকে হোমে পাঠানো হয়েছে। শিশুটির বাড়ি খুঁজে তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার ও চেষ্টা করছে চাইল্ড লাইনের সদস্যরা। গ্রামের শিশুদের দুবেলা দুমুঠো খেতে দেওয়া ও সামান্য টাকার প্রলোভন দেখিয়ে শহর ও শহরতলির একাধিক বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সেখানে বাড়ির যাবতীয় কাজকর্ম করানোর পাশাপাশি নিজের সন্তানদের দেখাশুনার কাজ ও করাচ্ছেন শহর ও শহরতলির কিছু মানুষজন। শুধু বাড়ির কাজকর্ম করানো নয়, সময়ে অসময়ে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে ও অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের এই মদারাট এলাকায়। আট বছরের ওই শিশুটিকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্মের পাশাপাশি তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই কার্যত বাড়ি থেকে পালিয়ে আসে এই শিশুটি। স্থানীয় মদারাট পপুলার স্কুলের এক শিক্ষকের হাতে পড়ে সে। তার কাছে সমস্ত অত্যাচারের কথা শুনে ওই শিক্ষক বারুইপুর মহিলা থানার হাতে তুলে দেয় শিশুটিকে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত আঞ্জুমিনা বিবিকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলা চাইল্ড লাইনের কো-অরডিনেটর অভিজিৎ বসু বলেন, “শহর বা শহরতলির বুকে এই ধরনের অমানবিক ঘটনার খোঁজ আমরা মাঝে মধ্যেই পাচ্ছি। সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশুদের উদ্ধার করে প্রথমে হোমে রেখে কাউন্সিলিং করে পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার ও ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু শিশুদেরকে এইভাবে পরিচারিকার কাজ করানো সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এ বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান করছি”। হিন্দুস্থান সমাচার / প্রসেনজিত
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image