Hindusthan Samachar
Banner 2 रविवार, अप्रैल 21, 2019 | समय 02:07 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

মহিলাদের সাথেই মোবাইলে প্রেমের ছক এক মহিলার, প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

By HindusthanSamachar | Publish Date: Apr 11 2019 8:01PM
মহিলাদের সাথেই মোবাইলে প্রেমের ছক এক মহিলার, প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত
বারুইপুর, ১১ এপ্রিল (হি. স.) : নিজে একজন মহিলা। তবুও দিব্বি সেই গলা বদলে পুরুষদের গলা তৈরি করে বিভিন্ন মহিলার সাথে ফোন কিম্বা সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি করে চলেছিল হুগলী জেলার শেওড়াফুলি এলাকার বাসিন্দা মৌমিতা চৌধুরী। এমনকি আর জে রাহুল নামে ভুয়ো প্রোফাইল খুলে একাধিক মহিলার সাথে প্রতারণার ও অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে। অবশেষে অভিযুক্তকে বুধবার গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম সেলের তদন্তকারী আধিকারিকরা। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ফোনে দিব্য গলা নকল করে একের পর এক মহিলাদের সাথে প্রেম ভালোবাসা জমিয়ে ফেলেছিল বছর তিরিশের মৌমিতা৷ একাধিক মহিলার সাথে সম্পর্ক তৈরি সে৷ পুলিশ সুত্রে খবর, মৌমিতার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়৷ এলাকায় বিশেষ কারোর সাথেই কথা বলত না সে৷ বেশীরভাগ সময় ঘরবন্দী থাকত৷ অবসর পেলেই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহিলাদের নাম্বার জোগাড় করে তাদেরকে প্রেমের প্রস্তাব দিত৷ শুধু তাই নয় একাধিকজনকে বিয়ের প্রস্তাবও দিয়েছে সে৷ তার প্রস্তাব না মানলেই সোশ্যাল মিডিযায় তার নামে অশ্লীল ম্যাসেজ করত সে৷ পরিবারের নামেও নানান অশ্লীল কথা ছড়িয়ে দিত সোশ্যাল মিডিযায়৷ ভাঙড় এলাকার বাসিন্দা এক কলেজ ছাত্রীর সাথে এইভাবেই সোশ্যাল মিডিযায় ২০১৮ সালের নভেম্বর মাসে আলাপ হয় তার৷ তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জানুয়ারী মাসে বিয়ের প্রস্তাব দেয় সে৷ এই বিষয়ে নির্যাতিতা তার বাড়িতে এসে অভিভাবকদের সাথে কথা বলার জন্য বলেন৷ বিষয়টি মানতে না চেয়ে উল্টে তার নামে সোশ্যাল মিডিযায় অশ্লীল মন্তব্য করে সে৷ বাধ্য হয়ে নির্যাতিতা ফেব্রুয়ারী মাসে কাশীপুর থানা ও বারুইপুর থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন৷ ঘটনার তদন্তে নেমে বারুইপুর সাইবার সেলের পুলিশ শেওড়াফুলির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ নির্যাতিতা জানিয়েছেন মোবাইলে তাদের মধ্যে একাধিকবার ঘনিষ্ঠভাবে কথা হয়৷ তিনি কখনও বুঝতেও পারেননি যে এক মহিলার সাথে কথা বলছেন৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৌমিতার নামে পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী ও বর্ধমান জেলায় বেশকিছু এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে৷ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷ হিন্দুস্থান সমাচার / প্রসেনজিত
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image