Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 08:11 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

দাসপুরে রামনবমীর বাইক মিছিলে পুলিশের বাধা, এলাকায় উত্তেজনা

By HindusthanSamachar | Publish Date: Apr 14 2019 7:18PM
দাসপুরে রামনবমীর বাইক মিছিলে পুলিশের বাধা, এলাকায় উত্তেজনা
ঘাটাল, ১৪ এপ্রিল (হি.স.) : রামনবমীর বাইক মিছিলে পুলিশের বাধা। তার জেরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে রাম ভক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার সুলতাননগর এলাকায় ঘটেছে। অবরোধকারী ও পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলে বচসা। তার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সুলতাননগর এলাকার চন্দ্রকোণা রোড জুড়ে বেশ কয়েকটি জায়গায় রামনবমী উপলক্ষ্যে রাম ভক্তরা বাইক মিছিলের আয়োজন করেছিল। এই মিছিল ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। এদিন সব থেকে বড় মিছিল দুটি ঘাটাল মহকুমার দাসপুর ও চন্দ্রকোনা রোডে আয়োজন করা হয়। দাসপুরে বিজেপি নেতা কালিপদ সেনগুপ্তের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটর বাইক নিয়ে রাম ভক্তরা জয় শ্রীরাম ধ্বনি তুলে দাসপুরের খুকুড়দা থেকে মিছিল শুরু করে,আর সেই মিছিলকে আটকানোর অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিজেপি নেতা কালিপদ সেনগুপ্তের অভিযোগ এই মিছিলটি দাসপুরের সুলতান নগর আসতেই পুলিশ মিছিলটিকে আটকে দেয়। এর ফলে উত্তেজনার সৃষ্টি হয়। অনুমতি থাকলেও পুলিশ জোর করে আটকালে তীব্র প্রতিবাদ জানায় মিছিলে যোগ দেওয়া মানুষেরা। প্রায় এক ঘন্টা অবরোধের পর উভয় পক্ষের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। মিছিলটি অন্যত্র ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দাসপুর থানার পুলিশ জানিয়েছে মিছিল আটকানো হয়নি ৷ তবে মিছিলটিকে বিশৃঙ্খলা এড়াতে ঘুরপথে যেতে বলা হয়েছিল মাত্র ৷ তাতে ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ পরে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে ৷ হিন্দুস্থান সমাচার /হেনা/শুভঙ্কর/
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image