Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 07:59 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

বীরভূমে দলীয় প্রার্থীর প্রচারে আসছেন মোদী-অমিত-স্মৃতি

By HindusthanSamachar | Publish Date: Apr 14 2019 8:48PM
বীরভূমে দলীয় প্রার্থীর প্রচারে আসছেন  মোদী-অমিত-স্মৃতি
সিউড়ি, ১৪এপ্রিল (হি.স.) : বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে অনুব্রত গড়ে এবার প্রচার এর ময়দানে নামতে চলেছেন দিল্লির নেতারা। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ রাজ্যের বিজেপি নেতারা প্রচারে নামছেন বীরভূম জেলায়। তাই দিল্লির নেতাদের জন্য নির্বাচনী প্রচার সভামঞ্চের আয়োজন শুরু করেছেন দলের জেলা নেতৃত্বরা। রবিবার বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর শহর লাগোয়া একটি জায়গায় জনসভা করবেন নরেন্দ্র মোদি। অবশ্য তার আগেই ওই একই বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইলামবাজারে জনসভা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আগামী ১৮ এপ্রিল তার সেখানে জনসভা করার কথা। তার ঠিক পরেই ২২ এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেলাসদর সিউড়িতে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির তরফে দাবি করা হয়েছে আরো বেশ কয়েকটি জনসভা হতে পারে। যদিও সেই সভা গুলি নিয়ে রাজ্যের তরফে এখনই কোন নির্দেশিকা এসে পৌঁছয় নি। কেন্দ্রের এই সমস্ত হেভিওয়েট নেতাদের জন্য সভাস্থল ঠিক করতে মাঠ খুঁজতে ব্যস্ত বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির দাবি নরেন্দ্র মোদীর সভা করার জন্য বোলপুর ডাকবাংলো ময়দান অনেক ছোট। তাই বোলপুরে কোন বড় মাঠ এর সন্ধান করা হচ্ছে মোদীর জন্য। কারণ সেই সভায় শুধু বীরভূম নয় বর্ধমান মুর্শিদাবাদ জেলার বহু মানুষ হয়তো উপস্থিত থাকবেন। তাই বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলা ময়দানটি চাইতে পারে বিজেপি। অন্যদিকে সিউড়িতে অমিত শাহের সভা এবং ইলামবাজারে স্মৃতি ইরানির সভা করার জন্যও বড় মাঠ এর সন্ধান করছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, “রাজ্যের তরফে এখনই যেসব সভা গুলির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে নরেন্দ্র মোদি অমিত শাহ এবং স্মৃতি ইরানি জন্য সভা করার ব্যবস্থা হচ্ছে। এই সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের জন্য কোন ছোট মাঠ চলবে না। তাই তাদের জন্য বড় মাঠের সন্ধান করা হচ্ছে। আজই বোলপুরে একটি বৈঠক রয়েছে জেলা নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে নিয়ে। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় কি হবে সেটা।” হিন্দুস্থান সমাচার/ সৌরভ / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image