Hindusthan Samachar
Banner 2 शनिवार, अप्रैल 20, 2019 | समय 18:14 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

প্রেসিডেন্সির পড়ুয়াদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের দাবি

By HindusthanSamachar | Publish Date: Apr 14 2019 9:50PM
প্রেসিডেন্সির পড়ুয়াদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের দাবি
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের দাবিতে আরজি জানানো হল কর্তৃপক্ষকে। গত ১১ এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের যে সব পড়ুয়ার ভোট ছিল, তাঁরা ছুটি পাননি বলে অভিযোগ। প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের (স্নাতকোত্তর-দ্বিতীয় বর্ষ) শুভজিৎ সরকার রেজিস্ট্রারকে লিখেছেন, পড়ুয়ারা যাঁরা ভোট দিতে চেয়েছিলেন, তাঁদের ছুটি দেওয়া হয়নি। ওঁদের কর্তৃপক্ষ অনুপস্থিত করে দেবেন বলেছিলেন। ভোটের দিন কিছু বিভাগে পরীক্ষা ও ডেমোনস্ট্রেশন রেখে পড়ুয়াদের আসতে বাধ্য করা হয়। শুভজিৎবাবু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লিখেছেন, নির্বাচনে যুব সম্প্রদায়ের ভোটের একটা মূল্য আছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের এবং তার আগের দিন শিক্ষার্থীদের ভোট দেওয়ার জন্য ছুটি দিয়েছে। গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রয়োগে সব রকম সুযোগ দেওয়াটা আবশ্যিক।” ১৮ ও ২৩ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্বাচনে এ রকম ঘটনা যেন পুনরায় না ঘটে, তা দেখতে শুভজিৎবাবু আবেদন করেছেন রেজিস্ট্রারকে। হিন্দুস্থান সমাচায়/ অশোক / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image