Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 05:53 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জাম্বনী থানার বেলিয়া গ্রামে

By HindusthanSamachar | Publish Date: Apr 14 2019 9:59PM
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জাম্বনী থানার বেলিয়া গ্রামে
ঝাড়্গ্রাম, ১৪ এপ্রিল (হি.স.) : এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের জাম্বনী থানার বেলিয়া গ্রামে। রবিবার বালিয়া গ্রামের একটি ধান জমিতে তার মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ভুচু শবর (৩৮)। বাড়ি খাটখুরা গ্রামে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির পিঠে এবং হাতে ফোসকার দাগ রয়েছে। নাক, মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়েছিল। এদিন মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির বাবা, মা নেই ।তার আদি বাড়ি ঝাড়গ্রাম থানার চন্দ্রপুরে। ছোটবেলা থেকেই সে খাটকুড়া গ্রামে মামা বাড়িতে থেকেই বড় হয়েছে।যদিও বর্তমানে মামার বাড়িতে কেউ নেই । সে একাই থাকত।গ্রামের জানা পাড়াতে অন্যের বাড়ি গরু চড়িয়ে পেট ভাতের সংস্থান করত ।পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভুচু শবর দুবড়া গ্রামে গাজন দেখতে এসেছিলেন ।এদিন রবিবার বালিয়া গ্রামে তার এক সম্পর্কিত দিদির বাড়িতে গিয়েছিলেন ।সকাল সাতটা নাগাদ চা খেয়ে খাটকুড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল । এদিন দুপুর প্রায় দুটো নাগাদ বালিয়া গ্রামের একটি জমিতে তার মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলের উপরে তার মাথাটা ছিল আর দেহটি ছিল জমিতে। দুটি হাতে তার দুটি খেলনা ডুগডুগি ধরা ছিল।পিঠের দিকে এবং কাঁধে বড় বড় ফোসকার ক্ষত ছিল।মৃতদেহটি উপুর হওয়া অবস্থায় ছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দেহটিকে উল্টানোর সময় নাক, মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়েছিল ।পুলিশ ও গ্রামবাসীদের উদ্যোগে দেহটি উদ্ধার করে প্রথমে জামবনি থানায় পরে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই বিষয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুমার ভূষন বলেন "ধানের জমিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।পুলিশ তদন্ত করে দেখছে। মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।" হিন্দুস্থান সমাচার/ গোপেশ / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image