Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 08:11 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

উর্মিলা মাতোণ্ডকরের নির্বাচনী প্রচারে কংগ্রেস বনাম বিজেপির বচসা, উত্তেজনা মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে

By HindusthanSamachar | Publish Date: Apr 15 2019 3:07PM
উর্মিলা মাতোণ্ডকরের নির্বাচনী প্রচারে কংগ্রেস বনাম বিজেপির বচসা, উত্তেজনা মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে
মুম্বই, ১৫ এপ্রিল (হি.স.): মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকরের নির্বাচনী প্রচারে ঝামেলা। সোমবার দলের কর্মীদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী উর্মিলা। প্রচারের মাঝে হঠাৎই কংগ্রেস কর্মীদের সঙ্গে তুমুল বচসা বেধে যায় কয়েকজন বিজেপি সমর্থকের। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন উর্মিলা মাতণ্ডকর। পরে সাংবাদিকদের মুখোমুখি তিনি আরও জানান, "ভয় সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। এতো সবে শুরু। ধীরে ধীরে হিংসার আকার ধারণ করবে। পুলিশি নিরাপত্তার জন্য জানিয়েছি।" এদিন অভিনেত্রী তথা কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারে কংগ্রেস কর্মী ও বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উর্মিলা মাতোণ্ডকর আরও জানিয়েছেন, "আমার নিজের জীবন নিয়েও হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়ে পুলিশে অভিযোগ করেছি।"-হিন্দুস্থান সমাচার/ শ্রেয়সী
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image