Hindusthan Samachar
Banner 2 रविवार, अप्रैल 21, 2019 | समय 02:21 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

অসমের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট-সড়ক দুর্ঘটনা হত শিশু-সহ দুই, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বহু

By HindusthanSamachar | Publish Date: Apr 15 2019 8:49PM
অসমের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট-সড়ক দুর্ঘটনা হত শিশু-সহ দুই, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বহু
গুয়াহাটি, ১৫ এপ্রিল (হি.স.) : রঙালি বিহু তথা বাংলা-অসমিয়া নববর্ষের দিন গোটা রাজ্যে যখন উৎসবমুখর পরিবেশ, তখন বিভিন্ন প্রান্তে ভিন্ন ধরনের দুর্ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলের আনন্দ ম্লান হয়ে গেছে। অগ্নিকাণ্ড, বিদ্যুৎস্পৃষ্ট এবং সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর মতো ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয়েছে। উজান অসম থেকে প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার সকালে গোলাঘাট জেলার নুমলিগড় অঞ্চলের ধলাগুড়ি এালাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়ে গেছে একটি বাণিজ্যিক প্ৰতিষ্ঠান। লাগোয়া বসতঘরকেও আগুনের লেলিহান শিখা গ্রাস করে। তবে স্থানীয় জনতা এবং অগ্নিনিৰ্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রিত হয়েছে। বসতঘরের সামান্য ক্ষতি হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুনর সূত্রপাত বলে মনে করা হচ্ছে। এদিকে বকলিয়াঘাটের পাট্রাদিসায় সংঘটিত অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। পাট্রাদিসায় আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট। অন্যদিকে পয়লা বৈশাখের দিন গোলাঘাট জেলার অন্তর্গত সরুপথারে বিদ্যুত্স্পৃ ষ্ট হয়ে প্ৰাণ হারিয়েছে এক শিশু। বাড়ির দাওয়ায় বসে সমবয়সিদের সঙ্গে খেলছিল রাজা ভূমিজ নামের প্রায় নয় বছরের বালক। তখন বিদ্যুৎ পরিবাহী ছেঁড়া তারের সংস্পর্শে এলে তার মৃত্যু হয়। জানা গেছে, গতকাল ঝড়ে ফলে বিদ্যুৎ পরিবাহী তারটি ছিঁড়ে পড়েছিল। ঘটনাটি সরুপথারের বিলপথার গ্রামে সংঘটিত হয়েছে। এদিকে মধ্য অসমের রাঙিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনৈক যুবক। মোটর বাইক ও স্কুটির মুখোমুখি সংঘৰ্ষে গুরুতরাভাবে আহত হন তিনজন। তাঁদের নিয়ে আসা হচ্ছিল গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে। কিন্তু মাঝপথে লগন রাজবংশী নামের যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর বাড়ি নলবাড়ির ঘগ্ৰাপারে। নিহত লগনের মৃতদেহ নিজেদের কবজায় নিয়ে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। তাছাড়া উজান অসমের শিবসাগর জেলার অন্তর্গত ডিমৌ তহশিলের পালেঙি এড়ালতলি গ্রামে এক নবজাতক উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনৈক গৃহস্থের বাড়ির নালায় উদ্ধারকৃত নবজাতকের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী গ্রামের মানুষ দেবশিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ডাক্তারের হাতে তুলে দিয়েছেন। ঘটনা সম্পর্কে স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে ডিমৌ থানা সূত্রে জানা গেছে। হিন্দুস্থান সমাচার / অমল / এসকেডি/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image