দাসপুরে আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত ৭০ লিটার অবৈধ মদ
পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকার লাউদা, হরেকৃষ্ণপুর, দাসপুর দুলেপাড়া, রাধাকৃষ্ণপুর এবং গাদিঘাট এলাকায় আবগারি দফতর অবৈধ মদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করেছে। অভিযান চলাকালীন আধিকারিকরা ৭০ লিটার
দাসপুরে আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত ৭০ লিটার অবৈধ মদ


পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকার লাউদা, হরেকৃষ্ণপুর, দাসপুর দুলেপাড়া, রাধাকৃষ্ণপুর এবং গাদিঘাট এলাকায় আবগারি দফতর অবৈধ মদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করেছে। অভিযান চলাকালীন আধিকারিকরা ৭০ লিটার মদ বাজেয়াপ্ত করেছেন এবং ৮০০ লিটার বিদেশি মদ ধ্বংস করেছে।

ঘাটাল আবগারি থানার কর্মীরা এই অভিযানে জড়িত ছিলেন। সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদ তৈরি ও বিক্রির অভিযোগ পাচ্ছিল বিভাগ, যার পর বিভাগ যৌথ অভিযানের পরিকল্পনা করেছিল।

আবগারি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মদ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande