
শিমলা, ১ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক যুবক। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায় চৌপালের এক রাস্তায়।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম হেমন্ত কুমার। তিনি চৌপাল তহসিলের বামতার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় তিনি গাড়িতে ঝিকনিপুলের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০০ মিটার খাদে পড়ে যায়। ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন