
শিলিগুড়ি, ১ নভেম্বর (হি.স.): শিলিগুড়ির নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে শনিবার সকালে একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা প্রথমে কাদায় পড়ে থাকা মৃতদেহটি দেখতে পেয়ে বন বিভাগের বাগডোগরা রেঞ্জ কর্মীদের খবর দেয়।
জানা গেছে, যে গত দুই দিন ধরে বাগডোগরা রেঞ্জের ডালকা বন এলাকায় ১০০ টিরও বেশি হাতির একটি পাল ঘুরে বেড়াচ্ছিল। এই পালটি এলাকার ফসল নষ্ট করেছে।
শুক্রবার রাতে, অনেক চেষ্টার পর, বন বিভাগের কর্মীরা দলকা বন এলাকায় পালটি ফিরিয়ে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে যে জঙ্গলে ফেরার সময় কাদায় পড়ে এবং দলটির অন্যান্য হাতিদের দ্বারা পদদলিত হয়ে শাবকটি মারা গেছে। বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি