হাইলাকান্দি কর্ম বিনিয়োগ কেন্দ্রের ক্যারিয়ার কাউন্সিলিঙে সাড়া
হাইলাকান্দি (অসম), ১ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শনিবার এসএস কলেজে এক ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজে ও হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। ক্যারিয়ার গাইডেন্স
কর্মশালায় বক্তব্য পেশ করছেন কর্মবিনিয়োগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মনোজ কানু


হাইলাকান্দি (অসম), ১ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শনিবার এসএস কলেজে এক ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজে ও হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন।

ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঙ্কিতা ছেত্রী উপস্থিত ছাত্রছাত্রীদের এক সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য উৎসাহিত করেন। এছাড়া এতে বিভাগীয় দক্ষিণ আসাম জোনের ডেপুটি ডিরেক্টর মনোজ কানু উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

কলেজের অধ্যক্ষ রতন কুমারের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন জেলা আধিকারিক শম্পা পাল। তিনি বলেন, স্কিল, এমপ্লয়মেন্ট ও এন্টারপ্রিনিয়ারশিপ বিভাগের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পথ দেখিয়ে আসছে। এক্ষেত্রে ডিরেক্টরেট অব এমপ্লয়মেন্ট ও ক্র্যাফটমেন ট্রেনিং-এর মাধ্যমে নবপ্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়ে যাচ্ছে। রিসো্র্স পার্সন হিসাবে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সিলিং-এর পরামর্শ তুলে ধরেন ড. তপারকর কর, ড. দেবতোষ চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অরবিন্দ খারখাটারি। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অসমের জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী শংকর চৌধুরী। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande