ঝাড়গ্রামে ফের হাতির তান্ডব, নষ্ট ফসল
ঝাড়গ্রাম, ১ নভেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম জেলার জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে ফের হাতির তান্ডব। শুক্রবার রাতে ঝাড়গ্রাম ব্লকের আমদই এলাকায় প্রায় ৪৫ থেকে ৫০টি হাতির একটি দল ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গুরগুরিপাল এলাক
হাতির তান্ডবে ফসলের ক্ষয়ক্ষতি লেগেই রয়েছে ঝাড়্গ্রাম জেলার বিভিন্ন জঙ্গল লাগুয়া গ্রাম গুলিতে


ঝাড়গ্রাম, ১ নভেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম জেলার জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে ফের হাতির তান্ডব। শুক্রবার রাতে ঝাড়গ্রাম ব্লকের আমদই এলাকায় প্রায় ৪৫ থেকে ৫০টি হাতির একটি দল ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গুরগুরিপাল এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে হাতির দলটি আমদই অঞ্চলে প্রবেশ করে এবং বাঁধাকপি, টমেটো, বেগুন, শসা-সহ একাধিক শীতকালীন ফসলের ক্ষেত তছনছ করে দেয়।

গ্রামবাসীদের অভিযোগ, বনদফতরকে খবর দেওয়া হলেও সময়মতো কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয়রা একত্রিত হয়ে হাতির দলটিকে তাড়া করলে তারা ফের কংসাবতী নদী পেরিয়ে গুরগুরিপালের দিকে চলে যায়।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, প্রতি বছর হাতির দাপটে ফসলের বিরাট ক্ষতি হয়, কিন্তু বনদফতরের দেওয়া ক্ষতিপূরণ সেই তুলনায় অনেক কম।বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাঁরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

উল্লেখ্য, জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় প্রায় সারা বছর ধরেই দলছুট ও স্থায়ী হাতির তান্ডব লেগে থাকে। ফসলের পাশাপাশি অনেক সময় খাবারের সন্ধানে গ্রামেও ঢুকে পড়ে হাতির দল, ফলে বছরের পর বছর আতঙ্কে দিন কাটছে জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষের।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande