বসিরহাটে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ, কাঠুরিয়া পাড়ায় চাঞ্চল্য
হাসনাবাদ, ১ নভেম্বর ( হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাঠুরিয়া পাড়া এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে
ভুয়ো ভোটার


হাসনাবাদ, ১ নভেম্বর ( হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাঠুরিয়া পাড়া এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার হয়েছে, আবার কেউ বিয়ে করে ভারতে বসবাস করলেও এখনও ভোটার তালিকায় নাম তুলতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, অনেকেই সাংবাদিকদের দেখে বাড়ি বন্ধ করে পালিয়ে যায়। কেউ বা বারান্দায় বসে দূর থেকে কথা বলেন, যাতে কেউ ঘরে ঢুকতে না পারে। অভিযোগ, আব্দুল আহাদ গাজী নামে এক ব্যক্তি ও তার তথাকথিত মা ও বাবা—নুরুজ্জামান গাজী—এই কৌশলে ভোটার হয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ থেকে এসে বিবাহসূত্রে বসবাসকারী মনি সরদারের স্ত্রী সফুরা বিবি জানান, স্বামীর সঙ্গে তার এখন আর সম্পর্ক নেই এবং তিনি স্বামীর বাড়ির ঠিকানাও জানেন না। স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, এলাকার প্রভাবশালী সদস্য ও পঞ্চায়েত প্রতিনিধিদের সহযোগিতায় এই ভুয়ো ভোটার তালিকা তৈরি হয়েছে। তবে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এস্কেন্দার গাজী বলেন, “ভোটার তৈরি করে নির্বাচন কমিশন, আমরা নয়। যদি এমন কিছু ঘটে থাকে, প্রশাসনকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande