
হাইলাকান্দি (অসম), ১ নভেম্বর (হি.স.) : আগামী ৫ নভেম্বর ভারতরত্ন সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে এক মানববন্ধন গড়ে তোলা হবে।
হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দান ডিএসএ-তে এই মানববন্ধনে ভূপেন হাজরিকার অমর সৃষ্টি সংগীত ‘মানুষ মানুষের জন্য...’ সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হবে। আজ শনিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় অনুষ্ঠেয় মানববন্ধনের রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, মানববন্ধনে কম করে পাঁচ হাজার মানুষ অংশগ্ৰহণ করবেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় বিভিন্ন বিভাগের প্রধান এবং দুই এডিসি দীপমালা গোয়ালা ও ত্রিদিব রায় অংশগ্রহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস