বিষ্ণুপুরে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
বাঁকুড়া, ১ নভেম্বর (হি.স.) : বিষ্ণুপুর শহরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন কলকাতা পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই), তাঁর শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিপ
বিষ্ণুপুরে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনজনের অবস্থা আশঙ্কাজনক


বাঁকুড়া, ১ নভেম্বর (হি.স.) : বিষ্ণুপুর শহরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন কলকাতা পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই), তাঁর শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ সবিতা পাল রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। পুরনো গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ায় তিনি নতুন সিলিন্ডার সংযোগ করতে যান। কিন্তু সেটি সঠিকভাবে যুক্ত না হওয়ায় প্রচুর গ্যাস লিক হতে থাকে। সেই সময় তাঁকে সাহায্য করতে রান্নাঘরে যান তাঁর দেবর জগন্নাথ পাল ও জামাই সঞ্জয় কুণ্ডু (কলকাতা পুলিশের এএসআই)। তাঁরা সংযোগ স্থাপন করলেও বুঝতে পারেননি যে ঘরজুড়ে গ্যাস ছড়িয়ে পড়েছে।

লাইটার জ্বালানোর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে ও গোটা রান্নাঘর দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে দগ্ধ হন তিনজনই। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন ও খবর দেন দমকল বিভাগে। একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনজনকেই গুরুতর অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শরীরের ৬০ থেকে ৮০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে এবং তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক ও কাউন্সিলররা। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। চেয়ারম্যান জানান, “দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে।”

পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার লিক হয়ে গ্যাস জমে যাওয়াই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মূল কারণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande