
কলকাতা, ১ নভেম্বর, (হি.স.):সোনা ও সম্পত্তির লোভেই পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুন। মধ্যমগ্রামের হাড়হিম করা ট্রলি কাণ্ডে শুক্রবার মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে দোষী সাব্যস্ত করল আদালত। আট মাসের মধ্যে শেষ হল বিচারপ্রক্রিয়া।
আগামী সোমবার এই মামলার চূড়ান্ত রায় শোনাবেন বারাসত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টের বিচারক প্রজ্ঞাগার্গী ভট্টাচার্য (হুসেন)।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহিলার মৃতদেহ ট্রলি বন্দী করে কলকাতার গঙ্গার ঘাটে ফেলতে গিয়েছিল মা ও মেয়ে। কলকাতার উত্তর বন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় তারা। তদন্তে নেমে পুলিশের সামনে উঠে আসে একের এক চাঞ্চল্যক তথ্য। জানা যায়, বিবাহবিচ্ছেদের পর সুমিতা অসমে তাঁর ভাইয়ের বাড়িতে থাকতেন। মৃতার ভাইপোর সঙ্গে বিয়ে হয় ফাল্গুনী ঘোষের। বিয়ের কয়েকমাস পরই ঝামেলা করে শ্বশুর বাড়ি থেকে মা অনিতার কাছে চলে আসে ফাল্গুনী। মা ও মেয়ে থাকত মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লী এলাকার একটি ভাড়া বাড়িতে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত