৫ নভেম্বর শ্রীভূমি ও রামকৃষ্ণনগরে ড. ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানবশৃঙ্খল ও সংগীত পরিবেশন
শ্রীভূমি (অসম), ১ নভেম্বর (হি.স.) : আগামী ৫ নভেম্বর ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমি জেলায়ও উদযাপন করা হবে। এই দিবস পালনের কার্যসূচি স্থির করতে আজ শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলাশাস
জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে বৈঠক


শ্রীভূমি (অসম), ১ নভেম্বর (হি.স.) : আগামী ৫ নভেম্বর ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমি জেলায়ও উদযাপন করা হবে। এই দিবস পালনের কার্যসূচি স্থির করতে আজ শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে, আগামী ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে পাঁচ হাজার জনসমাগম করে মানবশৃঙ্খল তৈরি করা হবে। সাউন্ড ট্র্যাকে সমবেত কণ্ঠে পরিবেশন হবে সুধাকণ্ঠের অমর সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য...’ গান।

পাশাপাশি, রামকৃষ্ণনগরেও দুই হাজার জনতার সমাগমে অনুরূপ কার্যসূচি অনুষ্ঠিত হবে। ওই কার্যসূচিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, এনসিসি, এনএসএস ক্যাডার, পঞ্চায়েত প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও সমাজের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।

আজকের সভায় জানানো হয়েছে, শ্রীভূমি শহরের অনুষ্ঠানে রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিনের সভায় এডিসি অমৃতপ্রভা দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, সহকারী আয়ুক্ত আলমগির লস্কর, সহকারী আয়ুক্ত রাসিকা ইসলাম, স্বাস্থ্য যুগ্ম-অধিকর্তা সুমনা নাইডিং, পূর্ত (সড়ক) ডিভিশনের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ, পূর্ত (ভবন) ডিভিশনের নির্বাহী বাস্তুকার বিমানচন্দ্র দাস, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার মনদীপ কর, ডিআইপিআরও ইফতিখার জামান, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, মেরা যুবা ভারতের উপ-অধিকর্তা মেহেবুব আলম লস্কর, জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা, ডিআই খয়রুল ইসলাম হাজারি, এএসআরএলএম-এর ডিপিএম মোনালিসা দাস প্রমুখ অংশগ্রহণ করেন। সভায় জেলাশাসক সর্বস্তরের জনগণকে ড. ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande