
শিলিগুড়ি, ১ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে। ধৃত নদীয়া জেলার বাসিন্দা সুশান্ত বিশ্বাস ।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে টহল দেওয়ার সময় শিলিগুড়ি পুলিশ সুশান্তকে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ব্রিজের নীচে দাঁড়িয়ে থাকতে দেখে, সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে থাকে, তার হাতে ছিল একটি সাদা ব্যাগ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর, তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ছয় প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি