শোপিয়ানে বিষাক্ত পদার্থ খেয়ে মৃত যুবক
শোপিয়ান, ১ নভেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে বিষাক্ত পদার্থ খেয়ে শনিবার এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, পাহানু এলাকায়। ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম লিয়াকত আহমেদ (১৮)। আশঙ্কাজনক অ
শোপিয়ানে বিষাক্ত পদার্থ খেয়ে মৃত যুবক


শোপিয়ান, ১ নভেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে বিষাক্ত পদার্থ খেয়ে শনিবার এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, পাহানু এলাকায়। ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম লিয়াকত আহমেদ (১৮)। আশঙ্কাজনক অবস্থায় থাকা যুবকের নাম ইশফাক আহমেদ খাতানা (২০) । তারা উভয়েই একই এলাকার বাসিন্দা। তারা দু'জনেই বিগত দুই দিন আগে বিষাক্ত পদার্থ খেয়েছিল। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার লিয়াকত আহমেদের মৃত্যু হয়েছে। ইশফাক আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande