গ্রিন লাইনে ফি শনিবার কমছে মেট্রো, তবে মেট্রোর সময় এগিয়ে আনার প্রক্রিয়া শুরু
কলকাতা, ১ নভেম্বর, (হি.স.): নিত্যযাত্রীদের জন্য সুখবর। গ্রিন লাইনে শুধুমাত্র সপ্তাহান্তে অর্থাৎ শনিবার করে প্রথম মেট্রোর সময় এগিয়ে আনার কাজ শুরু হল। যদিও পাশাপাশি গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। এবার থেকে শনিবার ২২৬টি পরিষেবার পরি
মেট্রো পরিষেবা


কলকাতা, ১ নভেম্বর, (হি.স.): নিত্যযাত্রীদের জন্য সুখবর। গ্রিন লাইনে শুধুমাত্র সপ্তাহান্তে অর্থাৎ শনিবার করে প্রথম মেট্রোর সময় এগিয়ে আনার কাজ শুরু হল। যদিও পাশাপাশি গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। এবার থেকে শনিবার ২২৬টি পরিষেবার পরিবর্তে ১৮৬টি মেট্রো চালানো হবে ৷ যার মধ্যে ৯৩টি আপ এবং ৯৩টি ডাউন মেট্রো চলবে ।

কলকাতা মেট্রোর হাওড়া ময়দান ও সল্ট লেক সেক্টর ফাইভ (পূর্ব-পশ্চিম) সংযোগকে বলে গ্রিন লাইন। এসপ্লানেডে এটি যুক্ত হয়েছে ব্লু লাইনের সঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande