
হাইলাকান্দি (অসম), ১ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে নভেম্বর মাসের বিনামূল্যে বিতরণের জন্য খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নভেম্বর মাসে অন্ত্যোদয়া অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কেজি করে চাল বণ্টন করা হবে। এছাড়া প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি মাথাপিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে। এই বণ্টন নভেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত অন্নসেবার দিনগুলির জন্য নির্ধারিত দিনে বিতরণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস