সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে সারা বাংলা জুড়ে ঐক্য পদযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচি
কলকাতা, ১ নভেম্বর ( হি. স.): সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা কর্মসূচি। ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বসে আঁকো, দৌড়, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
Mera yuba bharat director


কলকাতা, ১ নভেম্বর ( হি. স.): সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা কর্মসূচি। ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বসে আঁকো, দৌড়, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের আদর্শ ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া।

২০১৪ সাল থেকে তাঁর জন্মদিনকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত করা হচ্ছে। এই উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত সারা দেশে ঐক্য পদযাত্রা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কলকাতা নর্থ জেলার উদ্যোগে আয়োজিত ‘Sardar@150’ ঐক্য পদযাত্রা বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও সর্দার প্যাটেলের আদর্শের চেতনা জাগিয়ে তুলেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবাসী কলেজের এনএসএস অফিসার তুলিকা চক্রবর্তী, প্রিয়াঙ্কা ঘোষ, মেরা যুব ভারত রাজ্য অধিকর্তা অশোক সাহা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande