
জঙ্গিপুর, ১ নভেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সামশেরগঞ্জ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের । ছেলের মৃত্যু সংবাদ কানে যেতেই শনিবার ভর সন্ধ্যায় আত্মঘাতী হলেন বাবাও।
শুক্রবার রাত থেকেই আকাশের মুখ ভার হয়ে মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এরফলে বিদ্যুতের তার খুঁটি থেকে ছিড়ে যাওয়ায় পোলের সংস্পর্শে এসে যাওয়ায় তড়িৎবাহী হয়ে যায়। আর সেই ল্যাম্পপোস্ট কোনওভাবে দেহের সংস্পর্শে আসতেই মর্মান্তিকভাবে মৃত্যু হলো স্কুল ছাত্রের । মৃত ছাত্রের নাম আবু হাসান। সে অষ্টম শ্রেণির পড়ুয়া। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আত্মঘাতী শোকাহত বাবাও। ঘটনায় বাকরুদ্ধ পরিবার সহ গোটা এলাকা।
হিন্দুস্থান সমাচার / সোনালি