বাঁকুড়ায় পৃথক দুটি ঘটনায় রেলে কাটা পড়ে দুই ছাত্রের মৃত্যু
বাঁকুড়া, ১ নভেম্বর (হি.স.) : বাঁকুড়ায় পৃথক দুটি ঘটনায় রেলে কাটা পড়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ও রাতে ঘটে যাওয়া এই দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ, দক্ষিণ-পূর্ব রে
বাঁকুড়ায় পৃথক দুটি ঘটনায় রেলে কাটা পড়ে দুই ছাত্রের মৃত্যু


বাঁকুড়া, ১ নভেম্বর (হি.স.) : বাঁকুড়ায় পৃথক দুটি ঘটনায় রেলে কাটা পড়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ও রাতে ঘটে যাওয়া এই দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ, দক্ষিণ-পূর্ব রেলের বাঁকুড়া ও ছাতনা স্টেশনের মাঝামাঝি এলাকায়। স্থানীয়রা রেললাইনের পাশে চিৎকার শুনে গিয়ে দেখেন, এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা গেছে। মৃত ছাত্রটির বাড়ি খাটাকাঞ্চনপুরে। সে বাঁকুড়া মিশন স্কুলের একাদশ শ্রেণির ছাত্র এবং টিউশনি পড়ার জন্য কেন্দুয়াডিহিতে যেত। পড়াশোনার কারণে সে জুনবেদিয়ায় থাকত।

সূত্রের খবর, ওই এলাকায় রেল কর্তৃপক্ষ পারাপারের রাস্তা বন্ধ করে ওভারব্রিজ নির্মাণ করেছে। কিন্তু ছাত্রটি সাইকেল নিয়ে ওভারব্রিজের নিচ দিয়ে রেললাইন টপকাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে বেলিয়াতোড় থানার রামচন্দ্রপুর এলাকায়। সেখানে রেললাইন থেকে উদ্ধার হয় সোনামুখি আইটিআই-এর ছাত্র সুজয় ঘোষের দেহ। জানা গিয়েছে, সুজয় বেলিয়াতোড় কলেজ থেকে পাশ করে সম্প্রতি আইটিআই-তে ভর্তি হয়েছিল। শুক্রবার ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়েছিল সে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জানতে পারেন, রেললাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া–মশাগ্রাম রেলপথে।

দুটি ঘটনাতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুই ছাত্রের বাড়িতে গিয়ে প্রতিবেশীরা পরিবারকে সান্ত্বনা দেন। স্থানীয়রা জানিয়েছেন, রেল পারাপারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande