আসাম রাইফলসের অস্ত্র প্রদর্শনীতে এনসিসি ক্যাডেটদের উৎসাহ
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : এনসিসি দিবস উপলক্ষে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গণে আসাম রাইফেলস-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ অস্ত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করে ১৩ নম্বর ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি। মূল উদ্দেশ্য এনসিসি ক্যাডেটদের মধ্যে
আসাম রাইফলসের অস্ত্র প্রদর্শনীতে এনসিসি ক্যাডেটদের উৎসাহ


আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : এনসিসি দিবস উপলক্ষে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গণে আসাম রাইফেলস-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ অস্ত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করে ১৩ নম্বর ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি। মূল উদ্দেশ্য এনসিসি ক্যাডেটদের মধ্যে সামরিক সরঞ্জাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং প্রতিরক্ষা পরিষেবার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা।

প্রদর্শনীতে আসাম রাইফেলসের ব্যবহৃত বিভিন্ন পদাতিক অস্ত্র ও কৌশলগত সরঞ্জাম প্রদর্শন করা হয়। ক্যাডেটদের অস্ত্র ব্যবহারের বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং তারা সরাসরি প্রদর্শনী প্রত্যক্ষ করেন, যা তাদের জন্য ছিল এক অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।

ছেলে-মেয়ে মিলিয়ে মোট ২৭৭ জন এনসিসি ক্যাডেট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের উৎসাহ, মনোযোগ ও কৌতূহল তাদের শিক্ষার প্রতি অঙ্গীকার এবং জাতির সেবায় আগ্রহকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।

আসাম রাইফেলস-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের প্রচারণামূলক কর্মসূচি সশস্ত্র বাহিনী ও বেসামরিক জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে। বিশেষত, যুব সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা বিকাশে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande