
বিলোনিয়া (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার বড়পাথড়ী লক্ষ্মীপুর এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, পার্থ প্রতীম মুহুরীর সহধর্মিণী তনুজা মুহুরীর উপর স্বামীর নিকট আত্মীয়দের দ্বারা নৃশংস হামলার অভিযোগ উঠেছে।
গৃহবধূ তনুজা মুহুরী অভিযোগ করে জানান, জ্বালানির কাঠ নিয়ে পারিবারিক বিবাদের জেরে তাঁর ভাসুর নিরঞ্জন মুহুরী, জা কল্পনা মুহুরী, ভাসুরের ছেলে রাকেশ মুহুরী ও শিখা মুহুরী একযোগে তাঁর উপর আক্রমণ চালায়। এমনকি তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ।
আহত অবস্থায় তাঁকে প্রথমে বড়পাথড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধূ জানান, হামলাকারীরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে বিলোনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ