কুমারঘাটে কর্তব্যরত অবস্থায় পুলিশের উপর যুবকদের হামলা, আহত দুই জওয়ান
কুমারঘাট (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় ফের প্রকাশ্যে পুলিশের উপর আক্রমণ। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঘটনার পর এবার ঊনকোটি জেলার কুমারঘাটে রাতে কর্তব্যরত অবস্থায় একদল যুবকের হাতে মার খেলেন দুই পুলিশকর্মী। আক্রান্তদের মধ্যে রয়েছেন
আহত এক পুলিশকর্মী


কুমারঘাট (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় ফের প্রকাশ্যে পুলিশের উপর আক্রমণ। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঘটনার পর এবার ঊনকোটি জেলার কুমারঘাটে রাতে কর্তব্যরত অবস্থায় একদল যুবকের হাতে মার খেলেন দুই পুলিশকর্মী। আক্রান্তদের মধ্যে রয়েছেন এসপিও উজ্জ্বল দেবনাথ এবং রাইফেলম্যান দীপক রিয়াং। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ঊনকোটি জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কুমারঘাট শহরে নিয়মিত টহলে ছিলেন ওই দুই পুলিশকর্মী। রাত আড়াইটে নাগাদ শহরের রাস্তায় কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের বাড়ি ফেরার পরামর্শ দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকেরা বাইক নিয়ে পুলিশের পিছু ধাওয়া করে এবং বাইকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। এতে দুই জওয়ানই আহত হন।

পরবর্তীতে ঘটনাটি থানায় জানানো হলে আক্রান্ত দুই পুলিশকর্মী হালাইমুড়া এলাকায় গিয়ে ঐ যুবকদের আটক করেন। ঠিক তখনই ফিল্মি কায়দায় পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবকেরা। তারা জুতো খুলে ও হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই পুলিশকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এতে দুই জওয়ানের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

ঘটনার খবর পেয়ে কুমারঘাট থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করেন এবং সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম পরাসর দে, রাজীব দেব এবং কুনাল শীল বলে জানিয়েছেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ। তিনি জানান, পুলিশের বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই দক্ষিণ জেলার বিলোনিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে মারধর করা হয়েছিল থানার ওসিকে। কয়েক ঘণ্টার মধ্যেই আক্রমণকারীরা জামিনে মুক্তি পেয়েছিল। তার রেশ না কাটতেই ফের কুমারঘাটে একই রকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande