
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : ছাত্র-ছাত্রীদের ডিজিটাল শিক্ষায় দক্ষ করে তোলার উদ্দেশ্যে রাজধানী আগরতলার শালবাগান এলাকার সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। প্রথম পর্যায়ে ২৫ জন ছাত্র-ছাত্রীকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগরতলার ‘দ্য কম্পিউটার পয়েন্ট’ নামক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে সিআরপিএফ-এর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিআরপিএফ-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রশিক্ষণার্থীরা। বিনামূল্যে এই প্রশিক্ষণ পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, ভবিষ্যতে এই শিক্ষার মাধ্যমে তারা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারবে।
সিআরপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ