আগরতলায় ডিওয়াইএফআই-এর তিন দিনব্যাপী বই উৎসবের সূচনা
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং-এর নেতৃত্বে গঠিত ‘নজওয়ান ভারত সভা’-র শতবর্ষ এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বই উৎসবের আয়োজন করেছে সংগঠনটির ত্রিপুরা রাজ্য ক
আগরতলায় বই উৎসব


আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং-এর নেতৃত্বে গঠিত ‘নজওয়ান ভারত সভা’-র শতবর্ষ এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বই উৎসবের আয়োজন করেছে সংগঠনটির ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবন প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্তা।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর ডিওয়াইএফআই’র প্রতিষ্ঠা দিবস। ভগৎ সিং-এর ভাবধারাকে ধারণ করে গড়ে ওঠা এই সংগঠন স্বাধীনতা সংগ্রামের আদর্শে আজও যুব সমাজকে উদ্বুদ্ধ করছে। সেই উত্তরাধিকারের একশ বছর পূর্তি এবং সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বই উৎসবের পাশাপাশি তিনদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা ইত্যাদিরও আয়োজন করা হয়েছে।

এদিনের কর্মসূচির অংশ হিসেবে ডিওয়াইএফআই-এর জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, “বর্তমানে বিজেপি ও আরএসএস গোটা দেশে হিংসা ও বিভেদের রাজনীতি ছড়িয়ে দিচ্ছে। ফলে সমাজে যুক্তি, তর্ক ও বিজ্ঞানের মূল্যবোধ ক্রমে হারিয়ে যাচ্ছে। এই বই উৎসবের মাধ্যমে আমরা সেই যুক্তি, তর্ক ও বিজ্ঞানের চেতনা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।” তাঁর মতে, এই বই উৎসব সমাজে আলোকিত চেতনা এবং প্রগতিশীল মনন গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande