
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : কংগ্রেসে থেকে নিজের স্বপ্ন পূরণ করতে না পারার আক্ষেপ জানিয়ে রাষ্ট্রীয় লোকদলে (আরএলডি) যোগ দিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “যে উদ্দেশ্য নিয়ে কংগ্রেসে এসেছিলাম, তা পূর্ণ হচ্ছিল না। তাই নতুন রাজনৈতিক দিশা দেখার আশায় রাষ্ট্রীয় লোকদলে যোগ দিয়েছি।”
দিল্লিতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আরএলডি দলে যোগ দেন মনীন্দ্র রিয়াং। পরে তাঁকে দলের ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এদিন আগরতলায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যের আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শান্তি ও স্বশাসনের স্বপ্নপূরণই আমার লক্ষ্য। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা সফরে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি। তাঁর সফরের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক পরিসরে নতুন দিশা ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন মনীন্দ্র রিয়াং। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের এসটি শাখার সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ