
সাব্রুম (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : মন ও দেহের ভারসাম্য রক্ষা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজার বসুন্ধরা বন চেতনা কেন্দ্রে শুরু হল তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক বিদ্যালয় ভিত্তিক যোগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করেছে সাব্রুমের যুব বিষয়ক দফত। অনুষ্ঠানের সূচনায় মনুবাজার ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে এক র্যালি এসে পৌঁছায় বসুন্ধরা বন চেতনা কেন্দ্রে।
সেখানে রাজ্যের আটটি জেলা এবং স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উত্তোলন করেন রাজ্য ও জেলার পতাকা। জাতীয় সংগীত পরিবেশনার পর শপথ বাক্য পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
দ্বিতীয় পর্বে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই প্রতিযোগিতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, দক্ষিণ জেলার ক্রীড়া আধিকারিক রিতেশ শীল, মহকুমা ক্রীড়া আধিকারিক জিমি দেববর্মা এবং সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। সভাপতিত্ব করেন মনুবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ চক্রবর্তী।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “যোগা শুধু শরীরচর্চা নয়, এটি আমাদের মন, নীতি ও জীবনদর্শনের সমন্বয়। আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যেও যোগা মানুষকে শান্ত, সুস্থ ও সংযমী করে তোলে।” জেলা সভাধিপতি দীপক দত্ত যোগার শিক্ষাকে বিদ্যালয় পর্যায়ে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর যোগাসন প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই প্রতিযোগিতায় মোট ৯৩ জন ছাত্র ও ১০৯ জন ছাত্রী অংশগ্রহণ করেছে — তিনটি বিভাগে (১৪, ১৭ ও ১৯ বছর বয়সে), মোট অংশগ্রহণকারী ২০২ জন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ